মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পে নিয়োজিত চীনা কর্মকর্তার লাশ উদ্ধার !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, March 13, 2015

মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পে নিয়োজিত চীনা কর্মকর্তার লাশ উদ্ধার !!!!!


নিজস্ব প্রতিবেদক,মুন্সীগঞ্জ: মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের কাজে নিয়োজিত  নিখোঁজ চীনা কর্মকর্তার হি লিউকিয়ানের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৯ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পদ্মা নদীতে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।

ময়না-তদন্তের জন্য লাশ রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে লৌহজং থানা-পুলিশ।

এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. রেজাউল হক জানান, চীনা কর্মকর্তা হি লিউকিয়ান পদ্মা সেতু নির্মাণে নদী শাসনের কাজে নিয়োজিত ছিল। প্রয়োজনীয় ও আইনগত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর লাশ চীনে পাঠানো হবে বলে জানান তিনি।

মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইউনুছ জানান,  মাওয়া চৌরাস্তা বরাবর পদ্মা সেতুর তিন নম্বর পিলারের কাছাকাছি নদীর মাঝে সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের বেশ কয়েকটি জাহাজ নোঙর করা রয়েছে। বুধবার রাত ১০টার দিকে হি লিউকিয়ান কাঠের মাচার ওপর দিয়ে আরেকটি জাহাজে যাওয়ার সময় পদ্মায় পরে গিয়ে নিখোঁজ হন।

বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানোর পর চীনা কর্মকর্তার লাশ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরিদের তলব করা হয়। পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here