দেশে অনলাইন ব্যবহারকারীর সংখ্যা চার কোটি সাতাশ লাখেরও বেশি। জ্যামিতিক হারে দিন দিন এই সংখ্যাটা বাড়ছে। সাধারণত বেশিরভাগ ব্যবহারকারীই স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন।
কিন্তু ব্যবহারকারীর আধিক্যের তুলনায় বাংলা লেখার ভালো অ্যাপ্লিকেশনের সংখ্যাটা নেহাৎ নগণ্য।তার উপর বেশ কিছু জনপ্রিয় অ্যাপ নিয়ে আছে কপিরাইট না মানার অভিযোগ। এ নিয়ে বাদ-প্রতিবাদ, আলোচনা-সমালোচনারও শেষ নেই।
এক্ষেত্রে নির্ঝঞ্ঝাট অ্যাপ হতে পারে ‘ইজি বাংলা টাইপিং’। এটা দিয়েও অভ্র ফনেটিক ব্যবহার করে বাংলা লেখা যাবে।
তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ট্যাব কিংবা স্মার্টফোন ছাড়া এই অ্যাপ কাজ করবে না।এই অ্যাপ্লিকেশনটি অনেকটা রিদ্মিক কি-বোর্ডের মতই কাজ করবে।
এক নজরে অ্যাপ্লিকেশনটি ফিচার সমূহ:
১. অভ্র ফনেটিক শৈলী ব্যবহার করে বাংলা লেখা যাবে।
২. আ্যাপটি ব্যবহার করলে অতিরিক্ত বাংলা কীবোর্ড ব্যবহার করার প্রয়োজন হবে না।
৩. ফোন অতিরিক্ত ডিফল্ট ইংরেজি কীবোর্ড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
৪. এই অ্যাপটি দিয়ে সহজেই যে কোন যুক্তাক্ষর লেখা যাবে।
৫. শুধু একটি বাটন ক্লিক করে টেক্সট কপি করা যাবে।
৬. ফেইসবুক, বার্তা, ইমেইল, ফেইসবুক মেসেঞ্জার লেখাসহ আরও অনেক অপশন রয়েছে অ্যাপটিতে।
অ্যাপ্লিকেশনটি এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment