তারেক রহমানকে দেশে ফিরিয়ে দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত হরতাল, অবরোধ, সহিংসতা বন্ধ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধনে তিনি এই আহ্বান জানান।
ব্রিটিশ সরকারের উদ্দেশে শাহাজান খান বলেন, ‘আপনারা যদি তাকে ফিরিয়ে না দেন তাহলে তার সন্ত্রাসী কর্মকাণ্ড লন্ডনেও ছড়িয়ে পড়বে।’
খালেদা জিয়ার আন্দেলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে শাহাজাহান খান বলেন, ‘তার আন্দোলনে সন্ত্রাসীদের রক্ষার জন্য, দুর্নীতির মামলা ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে। দেশে শিক্ষার মান যখন বৃদ্ধি পাচ্ছে তখন শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস করার জন্য হরতালের নামে নাশকতা করছে। আর এই নাশকতার নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া নিজে।’
খালেদা জিয়ার উদ্দেশ্যে নৌ মন্ত্রী বলেন, ‘আপনি বরিশালের এক জনসভায় বলেছিলেন, তিনি নাকি ক্ষমতায় গেলে দেশের মানুষের চেহারা পাল্টে দেবেন। চেহারা পাল্টে দেবার জন্য তার ক্ষমতায় যাওয়া দরকার নেই, তিনি তো আন্দোলনের নামে পেট্রোলবোমা মেরে সাধারণ মানুষের চেহারা পালটে দিচ্ছে।’
তিনি বলেন, ‘বিএনপির জামায়াতের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিহত করার দায়িত্ব শুধু সরকারি বাহিনীর নয়, এই দায়িত্ব হলো দেশে সর্বস্তরের মানুষের। যতই হরতাল অবরোধ হোক না কেন সব স্কুল খোলা থাকবে।’
আয়োজক সংগঠনের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সংসদ সদস্য শিরিন আক্তার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আয়োজক সংগঠনের নেতা গাজীউল হক প্রমুখ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment