৩ সিমের স্মার্টফোন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠা এসার। ফোনটির মডেল এসার লিকুইড এক্স ২। স্মার্টফোনের বাজারে ফোনটি আলোড়ন তৈরি করবে মনে করছে এসার।
এসারের এক্স২ অনেকটাই হালকা-পাতলা গড়নের। দেখতেও আকর্ষণীয়। এই ফোনটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চির। এতে আছে ৬৪ বিটের অক্টাকোর প্রসেসর।
ফোনটিতে দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনের রয়েছে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। পেছনে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরাটিতে আছে এফ/১.৮ অ্যার্পারচার লেন্স। ফোনটিতে দীর্ঘক্ষণ কথা বলার জন্য ৪০০০ মিলিঅ্যাম্পায়ের ব্যাটারি রয়েছে।
সম্প্রতি নিউইয়র্কে জনসম্মুখে এসারের এক্স২ স্মার্টফোনটি প্রদর্শন করা হয়। ফোনটিতে রয়েছে কুইক ফ্লিপ কভার। চকলেট, নীল, লাল এবং সাদা রঙে ফোনটি পাওয়া যাবে।
এসারের এক্স ২ প্রথমে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে। যদিও সেখানে দুই সিমের স্মার্টফোন খুব একটা জনপ্রিয় নয়। সেক্ষেত্রে তিন সিমের এই ফোনটি কতটা জনপ্রিয়তা করতে পারে সেটাই এখন দেখার বিষয়।
এসার তাদের নতুন ফোনটির দরদাম এখনও ঠিক করেনি। কবে নাগাদ এটি বাজারে আসবে সেটা পরিস্কার করে জানায়নি প্রতিষ্ঠানটি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment