এলজি সম্প্রতি উন্মোচন করেছে, জি স্টাইলো মডেলের নতুন স্মার্টফোন। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন, যেটিতে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে ২ টেরাবাইট পর্যন্ত।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ৯.৬ মিলিমিটার পুরুত্বের পাতলা এলজি জি স্টাইলো স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম চালিত। ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সমৃদ্ধ এই স্মার্টফোনটিতে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানো যাবে ২ টেরাবাইট পর্যন্ত। আইপিএস প্রযুক্তি ৫.৭ ইঞ্চি স্ক্রিনের এইচডি ডিসপ্লের এই স্মার্টফোনটি ১.২ গিগাহার্জ গতির ৬৪-বিট স্ন্যাপড্রাগন ৪১০ কোয়াড কোর প্রসেসর সমৃদ্ধ।
অন্যান্য ফিচারের মধ্যে স্মার্টফোনটি রয়েছে ১.৫ জিবি র্যাম, ৮.০ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫.০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩০০০এমএএইচ ব্যাটারি প্রভৃতি ফিচার। আগামী মাসে স্মার্টফোনটি বিশ্ববাজারে উন্মুক্ত করা হবে বলে জানা গেছে। দাম সম্পর্কে এখনো কিছু জানায়নি এলজি কর্তৃপক্ষ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment