লাভলুর নতুন ধারাবাহিক ‘খড়কুটা’ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, April 25, 2015

লাভলুর নতুন ধারাবাহিক ‘খড়কুটা’ !!!!!

Responsive Ads Here

Khorku1
নির্মিত হলো নতুন ধারাবাহিক নাটক খড়কুটা। কাজী শাহীদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। এতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, আ.খ.ম হাসান, নাদিয়া, শশী, নিলয়, আরফান আহমেদ, লাবণ্য লিজা, জুয়েল, মিষ্টি মারিয়া, নিতু, ঊর্মি প্রমুখ।

একজন মানুষ তার পাশের মানুষকে আপন করে নেবে এটাই স্বাভাবিক। রাগ-অনুরাগে, মান-অভিমানে, সুখ-দুঃখ মিলিয়ে মানুষের জীবন আনন্দযজ্ঞ হওয়ার কথা। মানুষ তো আর খড়কুটা নয় যে, খড়কুটার ন্যায় ভেসে বেড়াবে জলে। তারপরও মানুষ ভাসে। খড়কুটার মতোই ভাসে।

ভাসতে ভাসতে এক ঘাট থেকে আরেক ঘাটে চলে যায়। এ যেন এক অদৃশ্য সুতোর টান। এ টানে মানুষের জীবন হয়ে ওঠে খড়কুটার জীবন। এমন ভাবনার গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক খড়কুটার।

৩০ এপ্রিল, থেকে বাংলাভিশনে সম্প্রচারিত হবে এ নাটকটি। সপ্তাহের প্রতি বৃহস্পতি থেকে শনিবার রাত ৯টায় ৪৫ মিনিটে প্রচারিত হবে এ ধারাবাহিকটি।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad