লাভ মানে কী? !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, April 22, 2015

লাভ মানে কী? !!!!!

Responsive Ads Here

saimon1

লাভ মানে কী? সাফিউদ্দিন সাফি পরিচালিত ব্ল্যাক মানি সিনেমার একটি গানে এমন প্রশ্নের উত্তর খুঁজছেন চিত্রনায়ক সাইমন ও মৌসুমী হামিদ।

‘বারোটা বাজিয়ে দিলি…এলওভিই লাভ মানে কী?’ শিরোনামের এ গানটি গতকাল ২১ এপ্রিল ইউটিউবে প্রকাশ করা হয়। এ গানটিতে পারফর্ম করেছেন সাইমন সাদিক ও মৌসুমী হামিদ। এতে কন্ঠ দিয়েছেন পলাশ ও ডলি সায়ন্তনী। কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুর করা গানটির কোরিওগ্রাফি করেছেন ইরান।

সাইমন সাদিক সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে  বলেন, ‘এ গানটির কাজটি করতে গিয়ে দারুণ পরিশ্রম হয়েছে আমাদের। পাহাড়েই উঠতে হয়েছে বেশ কয়েকবার। গানটির কাজও ভালো হয়েছে। এর শুটিং করতে গিয়ে দারুন মজাও করেছি আমরা। বিশেষ করে মৌসুমী হামিদের সঙ্গে আমার প্রথম সিনেমা হলেও দুজনের রসায়নটা দারুণ জমে উঠেছে। রোমান্সের দৃশ্যে সহশিল্পী হিসেবে মৌসুমী খুব ভালো করেছেন।’

মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম সিনেমা ব্ল্যাক মানি। এতে আরো অভিনয় করছেন কেয়া, সাদেক বাচ্চু, মিশা সওদাগর ও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অ্যাকশন হিরো রুবেলকে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad