ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের টাইগাররা তাদের কথা রেখেছিলো। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলো তারা। তবে ভারতের বিপক্ষে আম্পায়ারদের কিছু ‘বিতর্ক সিদ্ধান্ত’ না হলে হয়তো সমীকরণ অন্য কিছুও হতে পারতো।
তাই দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের মানুষের প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। কিন্তু টাইগাররা দেশের ১৬ কোটি মানুষের স্বপ্ন পূরণে এতটুকুও কার্পণ্য করেনি। একশো ভাগ দিয়ে খেলেছে তারা। যার ফলস্বরূপ আজকে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয়, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের একটি ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়।
সবার মধ্যেই এখন একটা জিনিসই কাজ করছে নিউ জিল্যান্ডের মতো পাকিস্তানকেও হোয়াইটওয়াশ ওরফে ‘বাংলাওয়াশ’ করা। বাংলাদেশ দলেরও একটাই লক্ষ্য পাকিস্তানকে বাংলাওয়াশ করা।
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের জন্য দলের খেলোয়াড়, কর্মকর্তা, নির্বাচকমণ্ডলীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়া সবসময় পাশে থাকার জন্য দেশের অগণিত সমর্থকদেরও দন্যবাদ জানান টাইগার অধিনায়ক। আর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রাখার জন্য প্রশংসার বন্যায় ভাসিয়েছেন তামিমকে।
টাইগার দলপতি মাশরাফি বলেন, ইনশাল্লাহ! আমরা শেষ ম্যাচটাও এইভাবে খেলার চেষ্টা করবো। এখনতো ৩-০ সমীকরণ সামনে দাড়িয়ে গেছে। আর সিরিজ যেহেতু জিতেই গিয়েছি তাই আমাদের পরবর্তী লক্ষ্য অবশ্যই হোয়াইটওয়াশ মানে বাংলাওয়াশ। আমরা যদি এই দুই ম্যাচের মতো ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ভালো করতে পারি তাহলে এটাও সম্ভব। তবে পারফেক্ট ক্রিকেট খেলেই আমাদের পরবর্তী লক্ষ্য পূরণ করতে হবে।
নড়াইল এক্সপ্রেস বলেন, বিশ্বকাপ শেষে দেশে ফিরে আসার পর আমাদের যেভাবে প্রাধান্য দেওয়া হয়েছে; তাতে মনে হচ্ছিল আমাদের নিয়ে সর্বমহলের প্রত্যাশা একটু বেশি হয়ে যাচ্ছে।কিন্তু তাদের সে প্রত্যাশা পূরণ করতে পেরে আমরা সন্তুষ্ট। বিশ্বকাপে যা করে এসেছি আমাদের তার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। শুধু এই সিরিজটাই আমাদরে জন্য গুরুত্বপূর্ণ নয়। এর পরের যে সিরিজগুলো আছে সেগুলোও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment