নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালীঃ পটুয়াখালী জেলার গলাচিপার আগুনমুখা মোহনায় বজ্রপাতে ২৮ মহিষের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে পানপট্টি ও গলাচিপা ইউনিয়নের কয়েকজন কৃষকের প্রায় ৬০ মহিষ ঘাস খাওয়ানোর জন্য পানপট্টি থেকে আগুনমুখা নদীর মোহনা পার করে ছোট কারফারমা চরে নেয়া হচ্ছিল। এ সময় বজ্রপাতে নদীর মধ্যেই ২৮ মহিষের মৃত্যু হয়।
পানপট্টির বাসিন্দা মো. আ. রহিম মেলকার জানান, বজ্রপাতে পানপট্টির তুলারাম গ্রামের কালাম গাজীর ১৬, পানপট্টি গ্রামের ফোরকান চৌকিদারের ২, আবুল গাজীর ১, খলিল ফকিরের ১টি এবং গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আ. রহমান হাওলাদারের ৮ মহিষ ঘটনাস্থলেই মারা গেছে।
পরে এলাকার লোকজন ট্রলার নিয়ে মহিষগুলোর মরদেহ নদী থেকে উদ্ধার করেছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment