বাগেরহাটে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৫ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, April 24, 2015

বাগেরহাটে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৫ !!!!!

Responsive Ads Here

sorok+to+bagerhat.1
মংলা-মওয়া-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটারে ফলতিতা এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ ৫ জন ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। এসময় অন্তত ৮ যাত্রী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে ফকিরহাট উপজেলা বাগেরহাট-মওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার দোহাজাড়ী গ্রামের একই পরিবারের ৪ সদস্য। তারা হলেন- শ্যামল দাস (৩২), নিলকমল দাস (৪৫), বলরাম দাস (৩৫), কালু দাস (৪৭)। নিহত ৪ জন গোপালগঞ্জে মাছ বিক্রি করে পিকআপ জোগে ফকিরহাটে ফিরছিল। নিহত অপর ব্যক্তি হলেন পিকআপ ভ্যানের চালক। পুলিশ তাৎক্ষণিকভাবে তার নাম জানাতে পারেনি। তবে তার বাড়ি খুলনার রুপসা উপজেলায়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসির পরিবহন টুগীংপাড়া এঙপ্রেস গাড়িটি ঘটনাস্থল বাগেরহাটের ফলতিতা এলাকায় পৌঁছালে মোল্লাহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আশা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটে। এসময় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় যাত্রীবাহী বাসটির ৮ যাত্রী আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহতায় উদ্ধার অভিযান চালাচ্ছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad