সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচারের দায়ে 'দৈনিক ৭১ডটকম' এর ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নুরকে (৩৯) আটক করেছে র্যাব-৩।
শনিবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি বীনা রানী দাস জানান, আটক শেখ রিয়াদ মুহাম্মদ নুর দীর্ঘদিন ধরে 'দৈনিক ৭১ডটকম' নামে একটি অনলাইন নিউজপোর্টাল পরিচালনা করছিলেন। এই সুবাদে নিজের ইচ্ছেমতো রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করে আসছিলেন তিনি।
এছাড়া নিজের ফেসবুক আইডির পাশাপাশি 'একাত্তরের শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার', 'দৈনিক একাত্তর নাগরিক বাতায়ন' ও 'একাত্তরের শহীদ-যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার' নামে তিনটি ফেসবুক পেজ থেকে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস ও বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ার করে আসছিল।
শেখ রিয়াদ মুহাম্মদ নুর নিজেকে একজন মুক্তিযুদ্ধ ও সমসাময়িক রাজনৈতিক গবেষক এবং সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে এসব অপকর্ম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি বীনা রানী দাস।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment