ড. কামালের কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখছে এনবিআর - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, December 9, 2018

ড. কামালের কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখছে এনবিআর

Responsive Ads Here
dr_kamal_hossain_1
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কিনা তা খ‌তি‌য়ে দেখ‌ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৯ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এক প্র‌শ্নের জবা‌বে এ কথা জানা‌ন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে যেন প্রভাব না প‌ড়ে সেই বিষ‌য়টিও বি‌বেচনা ক‌রে কাজ কর‌ছে এনবিআর।
এন‌বিআর ‌চেয়ারম্যান ব‌লেন, ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি-না তা খ‌তি‌য়ে দেখ‌তে আমরা কাজ কর‌ছি। তবে এ‌কটু সময় লাগবে। যেমন ব্যাংকে সার্চ দি‌তে হ‌বে। আপনারা জা‌নেন এই মুহূর্তে য‌দি খড়গহস্ত হ‌য়ে যাই তাহ‌লে অনেকে ভাব‌বেন যে তিনি বি‌রোধীদ‌লের পক্ষ হ‌য়ে নির্বাচন করছেন, এজন্য তা‌কে ধরে‌ছি। যাই হোক এ প্র‌ক্রিয়া চালু থাকবে।
নির্বাচনে আসছে বলেই ছাড় দেওয়া হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, না সিচ্যুয়েশন যাতে ওই দিকে না যায়। সেদিকে চিন্তা করেই তা‌কে ছাড় দি‌চ্ছি না। চলতি বছরের ১৯ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) এন‌বিআর‌কে দেওয়া এক চি‌ঠি‌তে ড. কামাল হোসেন করফাঁকি কি-না তা জান‌তে চে‌য়ে‌ছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

                                                                                                                                                                                                                                                           


No comments:

Post a Comment

Post Top Ad