রাজধানীর মিরপুর থেকে অপহৃত শিশু সাভারে উদ্ধার, গ্রেফতার ২ - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, September 11, 2020

রাজধানীর মিরপুর থেকে অপহৃত শিশু সাভারে উদ্ধার, গ্রেফতার ২

Responsive Ads Here
Madaripur1
মায়ের কোলে শিশু সাহাদাত হোসেন (বামে সবুজ জামা পরিহিত নারীর কোলে), গ্রেপ্তারকৃত আসামি রাশিদা (ডানে লাল পোষাক পরিহিত)। ছবি: সংগৃহীত
মিরপুর প্রতিনিধিঃ রাজধানীর মিরপুর থেকে অপহরণের পাঁচ দিন পর সাভার থেকে শাহাদাৎ হোসেন নামে তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের দুই নারী সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ছায়াবীথি এলাকায় আবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ওই শিশুটিকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার শাহবুল মোল্লার স্ত্রী রাশিদা বেগম (৩০), ও ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ফাতেমা বেগম (৩৫)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগের এডিসি আশরাফুল করিম জানান, গত ৫ সেপ্টেম্বর রাজধানী মিরপুরের শাহআলী মাজারের মহিলা জিয়ারত গেটের সামনে থেকে তিন বছরের শিশু শাহাদাৎ হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটিকে সাভারের ছায়াবীথি সোসাইটি এলাকার একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন চালায় তারা।
এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা রাজধানীর শাহ আলী থানায় শিশু অপহরণের একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মিরপুর বিভাগের এডিসি আশরাফুল করিমের নেতৃত্বে প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার সকালে সাভারের ছায়াবীথি সোসাইটি এলাকার আবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে।
ডিবি পুলিশ বলছে, শিশুটিকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিশু পাচারকারীদের কাছে বিক্রি করার চেষ্টা করছিল অপহরণকারী। ওই নারী অপহরণকারীদের বিরুদ্ধে শাহ আলী এলাকায় আরও অনেক শিশুকে অপহরণের অভিযোগে থানায় মামলা রয়েছে।
ডিবি মিরপুর বিভাগের এডিসি আশরাফুল করিম জানান, অপহরণকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি এবং ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad