হরতাল-অবরোধ করে পেট্রোল বোমা মেরে আমাদের ভাই-বোনদের যারা হত্যা করেছে তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরতে পারি না। ঘরে যদি পাপ থাকে তাহলে লক্ষী পালিয়ে যায়। তাই দেশকে পাপ মুক্তকরার জন্য খালেদা জিয়ার শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
পেট্রোল বোমায় ড্রাইভার হেলপারসহ মানুষ হত্যা, অগ্নিসংযোগ, সহিংসতা ও নাশকতার নির্দেশদাতা এবং জঙ্গি মদদ দাতা খালেদা জিয়া ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
শাজাহান খান বলেন, ‘নিরীহ মানুষ হত্যার বিচারের দাবিতে আমাদের এ আন্দোলন চলবে যতক্ষণ না খালেদা ও হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত না হয়। তা না হলে বাংলার মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আরও কঠোর আন্দোলনের ঘোষণা করেবে।’
হরতাল অবরোধের নামে নিরীহ মানুষ হত্যার শাস্তির দাবিতে আগামী ৭, ৮ মে সিলেট অভিমুখে দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে (জনতার পদযাত্রা) নামে কর্মসূচির ঘোষণা দেন মন্ত্রী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংসদ ও নারী নেত্রী শিরিন আক্তার, শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ইসমত কাদির গামা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment