ফেসবুকে ভেরিফায়েড নুসরাত ফারিয়া !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, April 23, 2015

ফেসবুকে ভেরিফায়েড নুসরাত ফারিয়া !!!!!

Responsive Ads Here

nusrat+faria.1
মিডিয়ায় পা রেখেই নুসরাত ফারিয়া সবার নজর কেড়েছেন। মডেলিং ও উপস্থাপনার বাইরে সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘প্রেমী ও প্রেমী’-তে ওপার বাংলার নায়ক অংকুশের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন খবর হচ্ছে ভেরিফায়েড হয়েছে তার ফেসবুক পেজ।

গত ২১ এপ্রিল রাতে ফেসবুক কর্তৃপক্ষ তার  পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেন। ফলে এখন ফারিয়ার পেজের নামের শেষে নীল রঙের বৃত্তের মধ্যে সাদা টিক চিহ্ন দেখা যাচ্ছে।

পেইজটি স্বীকৃতি পাওয়ায় ফারিয়া দারুণ খুশি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ভেরিফায়েড হবার কথা শুনে আমি সঙ্গে সঙ্গেই ফেসবুকে প্রবেশ করে দেখি, সত্যি সত্যিই তা ভেরিফাইড হয়েছে। বর্তমানে ফেসবুক বেশ জনপ্রিয় একটি যোগাযোগের মাধ্যম। খুব সহজেই আমার ভক্তসহ যে কেউ ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’

নুসরাত ফারিয়ার ভেরিফয়েড পেজের ঠিকানা- https://www.facebook.com/nusraatfariaofficial?fref=ts

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad