এসএমএসের মাধ্যমে জানা যাবে ভোট কেন্দ্রের তথ্য !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, April 23, 2015

এসএমএসের মাধ্যমে জানা যাবে ভোট কেন্দ্রের তথ্য !!!!!

Responsive Ads Here

clogo1
ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটারগণ কোন কোন ভোট কেন্দ্রে ভোট দেবেন তা আগামী ২৫ এপ্রিল থেকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা আছে, ভোটারের এনআইডি নম্বর ১৭ ডিজিটের হলে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে NID নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে  পাঠাতে হবে। ফিরতি মেসেজে ভোট কেন্দ্রের নাম জানতে পারবেন।

এ ছাড়া যাদের NID নম্বর ১৩ ডিজিটের তাদেরকে এসএমএস অপশনে গিয়ে চঈ লিখে স্পেস দিয়ে চার ডিজিটের জন্ম সন লিখে তারপর ১৩ ডিজিটের NID নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।

যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু NID কার্ড পাননি তারা মেসেজ অপশনে গিয়ে চঈ টাইপ করে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে দিন-মাস-বছর ফরমেটে জন্ম তারিখ লিখে ১৬১০৩ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

মোবাইল ফোনের এসএমএস ছাড়াও নির্বাচন কমিশন বাংলাদেশ এর www.ec.org.bd অথবা www.nidw.gov.bd ভিজিট করেও ভোট কেন্দ্রের নাম জানা যাবে। এছাড়া ০৩৫৯০১২৩৪৫৬ নম্বরে ফোন করেও ভোটারগণ ভোট কেন্দ্রের নাম জানতে পারবেন।

ভোটদানের জন্য জাতীয় পরিচয়পত্রের (NID কার্ড) প্রয়োজন নেই। যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু NID কার্ড পাননি তারাও ভোট দিতে পারবেন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad