ফেসবুকের সর্বশেষ প্রান্তিকের মুনাফা নিয়ে ওয়াল স্ট্রিট যে ধারণা করেছিল তা অর্জন করতে না পারলেও, থেমে নেই এর ব্যবহারকারীর সংখ্যা। বরং বিশ্বব্যাপী দিনদিন বেড়েই চলেছে সামাজিক যোগোযোগের অন্যতম এ মাধ্যমের ব্যবহারকারী।
সর্বশেষ তথ্যানুযায়ী, প্রতি মাসে বিশ্বব্যাপী ১৪৪ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। আগের প্রান্তিকেও এর ব্যবহারকারী ছিল ১৩৯ কোটি।
অর্থাৎ চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬ কোটি।
অন্যদিকে, মোবাইলে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫২ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটিতে। এছাড়া ১২৫ কোটি ব্যবহারকারী ডেক্সটপ বা হ্যান্ডসেটের মাধ্যমে নিউজ ফিড যাচাই করেছেন।
ফেসবুক তার ২০১৫ সালের প্রথম প্রান্তিকের মুনাফার রিপোর্ট প্রকাশ করে বুধবার (২২ এপ্রিল) ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment