বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার (২২ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি।
এ হরতালের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী-বুধবার যথাসময়ে পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে।
সারাদেশের ৪১৭টি কলেজের ১৭১টি কেন্দ্রে মোট দুই লাখ ২৫ হাজার ৫ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ নেবেন।
হরতালের মধ্যেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যসব পরীক্ষা এবং স্বাভাবিক কার্যক্রম চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment