আইপিএলে ৪জন নারী ধারাভাষ্যকার !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 8, 2015

আইপিএলে ৪জন নারী ধারাভাষ্যকার !!!!!


আইপিএল প্রতি বছরই নতুন কিছু না কিছু উপহার দিয়ে আসছে। আইপিলের অষ্টম সংস্করণও তার ব্যতিক্রম নয়। নারীদের মধ্যে ক্রিকেটকে বিশেষ করে আইপিএলকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এবার থেকে নারী ধারাভাষ্যকার রাখার ঘোষণা দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

আইপিএলে বিনোদনের কোনো কমতি রাখছেন না আয়োজকরা৷ সেই রকমভাবে চমক থাকছে ধারাভাষ্যতেও৷ এক-দু’জন নয়, এবার আইপিএল কমেন্ট্রিতে শোনা যাবে চারজন নারীর কণ্ঠ।

আইপিএল কর্তৃপক্ষ জানায়, ভারতীয় দলে খেলা আঞ্জুম চোপড়া, ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার ইশা গুহা, ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার লিসা স্ট্যালেকার ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার মেলানি জোন্সদের কমেন্ট্রি প্যানেল রাখা হয়েছে।

এর আগে ইশাকে পাওয়া গিয়েছে আইপিএল-এ৷এক্সটা ইনিংসের সময় নবজিত সিং সিধুর সঙ্গেই থাকতেন তিনি৷ কিন্তু বাকিরা এই মিলিয়ন ডলারের লিগে অভিষেক করবেন৷
প্রতি ম্যাচেই অন্তত একজন করে নারী ধারাভাষ্যকার থাকছেন। আইপিএলের কমেন্ট্রি বক্সে থাকছেন সঞ্জয় মাঞ্জেকার, রবি শাস্ত্রী, হার্শা ভোগলে, আকাশ চোপড়া, রমিজ রাজা ও ডেভিড লয়েডরা। ফলে মহিলা ও পুরুষ কণ্ঠের মিশেলে আইপিএল আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে বিশ্বাস বোদ্ধাদের৷

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here