‘ফরমাল-ইন অ্যাকশন’ নাটকে জুটিবদ্ধ হলেন জাহিদ হাসান-নিপুণ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, May 22, 2015

‘ফরমাল-ইন অ্যাকশন’ নাটকে জুটিবদ্ধ হলেন জাহিদ হাসান-নিপুণ !!!!!

Responsive Ads Here

nipun_jahid1
বাবু ভাই। ভালো কাজ করতে গিয়ে কিছু খারাপ মানুষের ষড়যন্ত্রের শিকার হন তিনি। প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে পালিয়ে বেড়ায় সে। ঠিক সেই মুহূর্তে বাবু ভাইয়ের পুরোনো প্রেমের ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী ডেইজির সঙ্গে তার মনোমালিন্য তৈরি হয়। একদিকে শীর্ষ সন্ত্রাসী বকরি বাদলের আতঙ্ক, অন্যদিকে গোপন প্রেম প্রকাশিত হওয়ায় দিশেহারা বাবু।

বকরি বাদলের হাত থেকে বাঁচার জন্য তবে কি আরেক শীর্ষ সন্ত্রাসী কানা মিজানের কাছে যাবে। আর সেকি তাকে সহযোগিতা করবে? কিংবা বউকে ম্যানেজ করার জন্য তার বিশেষ শিক্ষক দিলশাদ আপা কতটা উপকার করতে পারবে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ছয় পর্বের ধারাবাহিক ‘ফরমাল-ইন অ্যাকশন’ নাটকটি। ঈদুল ফিতরের জন্য নির্মিত এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান।

এ নাটকে জাহিদ হাসানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নিপুণ। এ ছাড়াও এতে আরো অভিনয় করেছেন, ডা. এজাজ, শামীমা নাজনীন, তারিক স্বপন, মুকুল সিরাজ, সাজ্জাদ রেজা, রিমি করিম, মিলন ভট্টাচার্য্য, নুর আলম নয়ন, হায়দার কবীর মিথুন, সহিদ উন নবী, সুজন রেজাউল প্রমুখ।

গত দুই ঈদে বাংলাভিশনে প্রচারিত হয় জনপ্রিয় ও আলোচিত নাটক ‘ফরমাল-ইন’ ও ‘ফরমাল-ইন প্লাস’। তারই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ৬ পর্বের বিশেষ ধারাবাহিক এ নাটকটি। ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৪০ মিনিটে সম্প্রচারিত হবে এ ধারাবাহিকটি।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad