তিন ম্যাচ হাতে রেখেই চেলসিকে এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা জিতিয়েছেন হোসে মরিনহো। দ্বিতীয় মেয়াদে চেলসির দায়িত্ব নিয়ে তৃতীয়বারের মতো লিগ শিরোপা জেতান ‘স্পেশাল ওয়ান’ খ্যাত এই পর্তুগিজ কোচ। এবার এর স্বীকৃতিও পেলেন তিনি। ইপিএলে এ মৌসুমের সেরা কোচের পুরস্কার জিতেছেন মরিনহো।
এবার নিয়ে তৃতীয়বারের মতো ইপিএলের মৌসুম সেরা কোচের পুরস্কার জিতলেন মরিনহো। এর আগে ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমে চেলসিকে ইপিএলের শিরোপা জিতিয়ে সেরা কোচ হয়েছিলেন তিনি।
এ ছাড়া ইপিএলের মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসির এডেন হ্যাজার্ড। ইপিএলের এ মৌসুমে ‘ব্লুজ’দের হয়ে ১৪টি গোল করার পাশাপাশি ৯টি গোলে সহায়তা করেন বেলজিয়ামের এই স্ট্রাইকার।
ইপিএলে এ মৌসুমে চেলসির ৩৭ ম্যাচেই খেলেছেন হ্যাজার্ড। তবে দাঁতের ইনজুরির কারণে রোববার শেষ ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment