মারুফ, মৌসুমী হামিদ ও মৌমিতার ‘শোধ প্রতিশোধ’ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, May 12, 2015

মারুফ, মৌসুমী হামিদ ও মৌমিতার ‘শোধ প্রতিশোধ’ !!!!!

Responsive Ads Here

sodh.1
চিত্রনায়ক কাজী মারুফের সাথে প্রথমবার কাজ করতে যাচ্ছেন মৌসুমী হামিদ। ছবির নাম ‘শোধ প্রতিশোধ’। এ ছবিতে আরো একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করছেন মৌমিতা মৌ। ১৩মে থেকে এফডিসিতে এর কাজ শুরু হতে যাচ্ছে।

ছবিটি পরিচালনা করবেন ফিরোজ খান প্রিন্স। ছবিটিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাদিয়‍া আফরিন, কাবিলা, ইলিয়াস কোবরা, জীবন খান, হারুন কিসিঞ্জার, গুলজার খান, নবীন ফরিদ, মিজু আহমেদ প্রমুখ।

এ ছবি প্রসঙ্গে মৌসুমী হামিদ সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, ‘এখানে আমাকে অভিনয়ের পাশাপাশি ফাইটও করতে হবে। অ্যাকশন কাহিনী নির্ভর এ ছবিটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।’

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad