নতুন ধারাবাহিকে মোশাররফ করিম, শখ ও বাঁধন !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, May 12, 2015

নতুন ধারাবাহিকে মোশাররফ করিম, শখ ও বাঁধন !!!!!

Responsive Ads Here
b.m.sokh.1

মোশাররফ করিম, শখ ও বাঁধন এবার ‘এই কুলে আমি আর ওই কুলে তুমি’ নামের একটি নতুন ধারাবহিকের কাজ শুরু করতে যাচ্ছেন। এটি রচনা ও পরিচালনা করবেন সাগর জাহান।

নাটকটিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ফজলুর রহমান বাবু, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, সাব্বির আহমেদসহ আরো অনেকে।

নাটকটি নিয়ে মোশাররফ করিম সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম পল্লব। যে শখের বাসার সামনে বসে মান্নাদের এই বিখ্যাত গান শুনতে থাকে সারাক্ষন। এছাড়াও থাকছে মজার সব ঘটনা।’

নাটকে বাঁধন ও শখকে দুই বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নাটকটি নিয়ে সাগর জাহান সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে  বলেন, ‘২১ মে থেকে নাটকটির কাজ শুরু করার ইচ্ছে আছে। এ নাটকে প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ন। আশা করি, কাজটি সবার পছন্দ হবে।’

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad