ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ১২ মে মঙ্গলবার নিজের ফেসবুক পেজে (www.facebook.com/zuck?fref=ts) বাংলাদেশের ইন্টারনেট সেবা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
গত রোববার বাংলাদেশে চালু করা হয়েছে ফেসবুকের ফ্রি ইন্টারনেট সেবা প্রকল্প ‘ইন্টারনেট ডট অর্গ’। আর এ প্রসঙ্গেই মার্ক জাকারবার্গ বাংলাদেশের ইন্টারনেট সেবা নিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন।
তিনি তার পোস্টে লিখেছেন, ‘সম্প্রতি আমরা বাংলাদেশে রবি নেটওয়ার্কে চালু করেছি ইন্টারনেট ডট অর্গ। বিশ্বকে সংযোগ সুবিধার আওতায় আনার আরেকটি পদক্ষেপ এটি।’
জাকারবার্গ তার পোস্টটিতে আরো উল্লেখ করেন, বাংলাদেশে ১৭ কোটিরও বেশি মানুষের বসবাস কিন্তু সেখানে মাত্র ১০ শতাংশেরও কম মানুষ ইন্টারনেট ব্যবহারকারী। তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জন ইন্টারনেট সংযোগের আওতায় থাকা মানুষের মধ্যে একজন দারিদ্র্যের কবল মুক্ত হতে পেরেছেন। এর কারণ হচ্ছে ইন্টারনেট সংযোগ থাকলে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য তথ্য ও গুরুত্বপূর্ণ যোগাযোগ করা সম্ভব হয়।
তিনি বলেন, ইন্টারনেট ডট অর্গ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে এক কোটিরও বেশি মানুষকে এবং বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে ইন্টারনেট সুবিধার আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে।
মার্ক জাকারবার্গ তার ফেসবুকের এই স্ট্যাটাসটির সঙ্গে বাংলাদেশের একজন নারী সাংবাদিকের একটি ছবিও পোস্ট করেছেন। এবং লিখেছেন, ‘এটি জয়িতার ছবি। তিনি বাংলাদেশের একজন সাংবাদিক। মোবাইল ফোন ব্যবহার করে চাকরি ও খবরের আপডেট নেন তিনি।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment