শাহ আলম কিরণ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিক্তিক চলচ্চিত্র ‘৭১-এর মা জননী’তে মূল চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়ে নেন চিত্রনায়িকা নিপুণ।
এবার কানাডার টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। উৎসবে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ছাড়ছেন নিপুণ।
নিপুণ বলেন, “শাহ আলম কিরণ পরিচালিত
‘সাজঘর’ সিনেমায় অভিনয় করে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পেয়েছিলাম। ‘৭১-এর মা জননী’র সুবাদে দেশের বাইরের দর্শকের ভালবাসা পাব এটা
আমার জন্য নতুন অভিজ্ঞতা। এর আগে আমার আর কোনো সিনেমা এমন নামী উৎসবে
দেখানো হয়নি।”
এ ছাড়া ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে
অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার পান নিপুণ। একই বিভাগে
‘সাজঘর’ চলচ্চিত্রে তিনি পুরস্কৃত হন।
উল্লেখ্য, ‘টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল’ ১৪
মে শুরু হয়ে চলবে ১৮ মে পর্যন্ত। ‘৭১-এর মা জননী’ প্রদর্শিত হবে ১৭ মে। এ
ছাড়াও এ উৎসবে দেখানো হবে রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’ ও
আশরাফ শিশির নির্মিত ‘গাড়িওয়ালা’।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment