আইসিসির নতুন প্রেসিডেন্ট জহির আব্বাস !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 25, 2015

আইসিসির নতুন প্রেসিডেন্ট জহির আব্বাস !!!!!


আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জহির আব্বাস।

বারবাদোসে আইসিসির বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে তাকে প্রেসিডেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্ট হিসেবে একবছরের দায়িত্ব নিয়ে জহির আইসিসি বোর্ডকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি।

নিজ দেশের ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান বলেন, আইসিসির প্রেসিডেন্ট হিসেবে আমার নাম প্রস্তাব করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ।

সব আইসিসির সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করব এটা আমি সবাইকে আশ্বস্ত করতে পারি।

নিয়োগ পাওয়ার পর আইসিসির চেয়ারম্যান এন. শ্রীনিবাসন জহির আব্বাসকে অভিনন্দন জানিয়েছেন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।  
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জহির আব্বাস।
<a href='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=a35ce767' target='_blank'><img src='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=782&n=a35ce767' border='0' alt='' /></a>
বারবাদোসে আইসিসির বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে তাকে প্রেসিডেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্ট হিসেবে একবছরের দায়িত্ব নিয়ে জহির আইসিসি বোর্ডকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি।
নিজ দেশের ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান বলেন, আইসিসির প্রেসিডেন্ট হিসেবে আমার নাম প্রস্তাব করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ।
সব আইসিসির সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করব এটা আমি সবাইকে আশ্বস্ত করতে পারি।
নিয়োগ পাওয়ার পর আইসিসির চেয়ারম্যান এন. শ্রীনিবাসন জহির আব্বাসকে অভিনন্দন জানিয়েছেন।
- See more at: http://www.bd-pratidin.com/high-lits/2015/06/25/89518#sthash.e2HhTEbn.dpuf

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here