নানা ফিচারের নিত্যনতুন স্মার্টফোন সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে তুলে দিতে বাজারে বরাবরই এগিয়ে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। তারই ধারাবাহিকতায় ১৮ জুন বৃহস্পতিবার, ওয়ালটন বাজারে এনেছে স্বল্পমূল্যে আকর্ষণীয় ফিচারের নতুন স্মার্টফোন ‘প্রিমো ই৫’।
অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম-চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে আইপিএস প্রযুক্তির ৪.৫ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে। ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধার এই হ্যান্ডসেটটির উভয় সিম স্লটেই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। প্রসেসর হিসেবে রয়েছে ১.০ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর, গ্রাফিকস হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪০০, মেমোরির ক্ষেত্রে রয়েছে ৫১২ মেগাবাইট র্যাম, ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট সুবিধা।
ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ফ্ল্যাশ সুবিধাসহ ৩.২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। এ ছাড়া ফ্রন্টে রয়েছে ভিজিএ ক্যামেরা। স্মার্টফোনটিতে এইচডি (৭২০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা পাওয়া যাবে।
অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, হটস্পটসহ ওয়াই-ফাই, ব্লুটুথ, ওটিএ আপগ্রেড এনাবল, অ্যাকসিলেরোমিটার সেন্সর, ১৬০০এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি প্রভৃতি।
এতসব আকর্ষণীয় ফিচার-সমৃদ্ধ প্রিমো ই৫ স্মার্টফোনটি পাওয়া যাবে মাত্র ৪ হাজার ৯৫০ টাকায়। আরো জানতে যোগাযোগ করুন ওয়ালটনের কাস্টমার কেয়ার নম্বরে। যেকোনো মোবাইল এবং ল্যান্ডফোন থেকে ০৯৬১২৩১৬২৬৭ নম্বরে অথবা মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment