২০১৮ সাল নাগাদ পদ্মাসেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে এবং ভবিষ্যতে পাটুরিয়া-গোয়ালন্দ পয়েন্টে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার (০৪ জুন) বিকেল সাড়ে ৩টার কিছু পরে জাতীয় সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। দশম জাতীয় সংসদে এটি তার পেশ করা দ্বিতীয় বাজেট।
পদ্মাসেতু প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, নিজস্ব অর্থায়নে বহু প্রতীক্ষিত পদ্মাসেতুর নির্মাণ কাজ অনেকদূর এগিয়েছে। পদ্মার দুই তীরে বাঁধ নির্মাণের কর্মযজ্ঞ ওই অঞ্চলের মানুষের জীবনে শুরু হয়েছে নতুন কর্মচাঞ্চল্য। আশা করি ২০১৮ সালেই পদ্মাসেতু সবার জন্য উন্মুক্ত হবে।
মন্ত্রী আরও বলেন, দেশের পশ্চিমাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ৬১টি সেতু পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলমান রয়েছে দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু নির্মাণ কাজ। একইসঙ্গে, গলাচিপা, পায়রা ও কচা নদীর উপর সেতু নির্মাণের পদক্ষেপ নিয়েছি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment