প্রতিদিনের মত নিজের বাসা থেকে অনুশীলনে যাচ্ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যাচ্ছিলেন রিকশা করেই। কিন্তু হঠাৎ মাশরাফির রিকশাকে পেছন থেকে ধাক্কা দিল একটি বাস। হুড়মুড় করে রিকশা থেকে পড়ে সামান্য আহত হন তিনি।
তবে ভাগ্য ভালোই বলতে হবে, বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন ওয়ানডে দলের অধিনায়ক। হাতের আঘাত খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন ফিজিও দেবাশিষ চৌধুরী। তবুও পরীক্ষার জন্য, রাজধানির অ্যাপোলো হাসপাতালে নেওয়া হবে বলে জানান তিনি।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কাছেই মাশরাফির বাসা। এ কারণে গাড়ী ব্যবহার না করে প্রায়ই রিকশায় করে তিনি স্টেডিয়ামে আসা-যাওয়া করেন। বৃহস্পতিবারও একইভাবে বাসা থেকে রিকশায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে পেছন থেকে বাসের ধাক্কায় রাস্তায় পড়ে দুই হাতে আঘাত পান তিনি।
স্টেডিয়ামে এসে এ ঘটনা মাশরাফি নিজেই সাংবাদিকদের জানান। তখন তার দুই হাতেই ব্যান্ডেজ ছিল। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক জানান, রিকশায় করে তিনি মিরপুরের বাসা থেকে স্টেডিয়ামে জাতীয় দলের নিয়মিত অনুশীলনে আসছিলেন। একটি বাস পেছন থেকে তার রিকশায় ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এতে তার ডান হাতের বুড়ো আঙুলের নিচে তালুতে কেটে গেছে। আর বাঁ-হাতের কিছু অংশ ছিঁড়ে গেছে।
তবে বড় ধরনের বিপদ থেকে যে রক্ষা পেয়েছেন সেটা নিজেই জানান মাশরাফি। তিনি বলেন, ‘ফ্র্যাকচার নাই, চামড়া ছিলে গেছে। আশা করি, এই মুহূর্তে তেমন বিপদ নেই ‘
বিসিবির একজন কর্মকর্তা জানান, তারা খুব একটা আশঙ্কা দেখছেন না। তবে ভালোভাবে পরীক্ষা করার জন্য মাশরাফিকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
ভারতের বিপক্ষে ১৮ জুন থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাশরাফির দলের মুখোমুখি হবে ভারতীয় দল। বাকি দুটি ওয়ানডে ২১ ও ২৪ জুন। দিবা-রাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment