চীনের প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেনোভো গত সোমবার একটি ফ্লাগশিপ ফ্যাবলেট বাজারে ছেড়েছে। ফ্যাবলেটটির মডেল লেনোভো কে৩ নোট।
ডুয়েল সিমের এই ফ্যাবলেটটি অ্যানড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম চালিত। এটির সঙ্গে সিরামিক পিস ভাইব্রেশন স্পিকার ফ্রি দেয়া হচ্ছে।
লেনোভো কে৩ নোটের ডিসপ্লে সাড়ে পাঁচ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০। ডিসপ্লেতে পিক্সেলের ঘনত্ব ৪০১ পিপিআই।
এতে আছে ৫৪ বিটের ১.৭ গিগাহার্টজের অক্টাকোর মিডিয়াটেক এমটে৬৭৫২ প্রসেসর, ২ জিবি র্যাম এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রো এসডি মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ আছে।
কি নোটে ফ্যাবলেটটিতে ফোরজি টিডি এলটিইউ/এলটিই, জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ নেটওয়ার্ক সমর্থন করে। এতে মাইক্রো ইউএসবি পোর্টও রয়েছে।
কি নোটের পেছনের ক্যামেরায় আছে ১৩ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরায় এলইডি ফ্লাশ গান আছে।
এটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ারের।
ভারতের বাজারে ফ্যাবলেটটির মূল্য ৯ হাজার রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১১ হাজার টাকা।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment