২০০ গিগার মাইক্রো এসডি কার্ড !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, June 28, 2015

২০০ গিগার মাইক্রো এসডি কার্ড !!!!!


মেমোরি ডিভাইসে বিপ্লব ঘটিয়ে দিয়েছে মাইক্রোএসডি কার্ড- এতে সন্দেহ নেই। কিন্তু তাই বলে এটি যে হার্ডডিস্কের বিকল্প হয়ে উঠবে এটা কি কেউ কল্পনা করতে পেরেছিল? তবে স্যানডিস্ক (SanDisk) এই অসম্ভবকেই সম্ভব করে ফেলেছে।

গত মার্চে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় ২০০ গিগাবাইটের এটি মাইক্রোএসডি কার্ড প্রদর্শন করেছিল স্যানডিস্ক।

এ ধরনের একটি microSDXC UHS-I কার্ডে টানা ২০ ঘণ্টা Full HD ভিডিও ধারণ করা যাবে।
শুধু তা-ই নয়, এরকম একটি কার্ড থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সফার করা যাবে অবিশ্বাস্য দ্রুত গতিতে। ১২০০ ছবি কম্পিউটারে নেয়া যাবে মাত্র এক মিনিটে। ডাটা ট্রান্সফার স্পিড হবে 90MB/s।
স্যানডিস্কের Ultra microSDXC কার্ড পানি, তাপ, চাপ, এক্স-রে এবং বৈদ্যুতিক ক্ষেত্র থেকে সম্পূর্ণ নিরাপদ। এটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন এবং ট্যাবলেটে।
২০০ গিগাবাইটের মেমোরির প্রিমিয়াম এডিশনের মাইক্রো এসডি কার্ডটি একটি এসডি অ্যাডাপ্টরসহ পাওয়া যাচ্ছে ১০ বছর ওয়ারেন্টিতে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।    

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here