যারা এক ছাদের নিচে প্রয়োজনীয় পণ্য কেনাবেচা করতে চান, তাদের জন্য কিছুটা দুঃসংবাদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থাৎ সুপারশপসমূহের মূল্য সংযোজন কর (ভ্যাট) দ্বিগুণ করার প্রস্তাব দেন তিনি।
বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় মন্ত্রী বলেন, সুপারশপসমূহ ২ শতাংশ হারে ব্যবসায়ী পর্যায়ের মূসকের পরিবর্তে ৪ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদান করবে।
ব্যস্ত নাগরিক জীবনে সুপারশপসমূহ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে কেনাবেচায়। ভ্যাট দ্বিগুণ করায় এতে বেচাকেনায় প্রভাব পড়বে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment