জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জন্য পেশ ইমাম নিয়োগে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দেয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
আগামী তিন মাসের জন্য এ নিয়োগ আদেশ স্থগিত করেছেন আদালত। একইসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের দেয়া বিজ্ঞপ্তি কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক(ডিজি) ও সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো.ফরিদ আহমেদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। এ নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি দায়ের করেন গাজীপুরের কালিগঞ্জ উপজেলার সাউরাইদ বাজার এলাকার বড়গাঁও মসজিদের খতিব আব্দুর রহিম।
আজ আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিক।
উল্লেখ্য, বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমামসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য ইসলামিক ফাউন্ডেশন গত ৬ মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। সে বিজ্ঞপ্তিতে পেশ ইমামের অভিজ্ঞতা চাওয়া হয়েছে ৮ বছর। কিন্তু রিট কারীর দাবি ইসলামিক ফাউন্ডেশন চাকরি বিধিমালা ১৯৯৮ অনুসারে পেশ ইমাম নিয়োগের অভিজ্ঞতা থাকতে হবে ৫ বছর। তাই এ নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ। আর এ জন্য তিনি আদালতে রিট আবেদনটি দায়ের করেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment