নয়টি দেশে তিনটি ভাষায় ‘অগ্নি-২’ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, June 25, 2015

নয়টি দেশে তিনটি ভাষায় ‘অগ্নি-২’ !!!!!

Responsive Ads Here

agnee2.1
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত ‘অগ্নি-২’ ছবিটি শুরু থেকেই আলোচনায় ছিল। তাদের লক্ষ্য ছিলো শুধু দেশেই নয়, প্রবাসী দর্শকদের কাছেও পৌছান। তারই ধারাবাহিকতায় ঈদের পর আগামী ১৪ অগাস্ট নয়টি দেশে চারটি ভাষায় মুক্তি পাচ্ছে ছবিটি।

বাংলাদেশসহ ভারত, চীন, হংকং, মালায়শিয়া , ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইটালি ও আমেরিকা তে প্রদর্শিত হবে ছবিটি । সেই সঙ্গে এই দেশগুলোতে ছবির প্রচারণায় অংশ নিবেন ছবির নায়িকা মাহিয়া মাহি, নায়ক ওম, ও পরিচালক ইফতেখার চৌধুরী।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, বাংলা থেকে মান্দারিন ও মালয় ভাষায় ছবিটি ডাবিং করা হয়েছে। এছাড়া ইংরেজিতে সাবটাইটেল থাকবে।

‘অগ্নি-২ মূলত নারী কেন্দ্রীক ছবি ‘অগ্ন ‘র সিক্যুয়েল ‘অগ্নি-২’। যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী ও হিমাংশু। ছবিটিতে মাহি ও ওম ছাড়াও আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশিষ বিদ্যার্থী ও টাইগার রবি। ছবিটির দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ডে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad