‘খালেদা জিয়া আদর্শ লিপি পড়ে নাই’ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, June 25, 2015

‘খালেদা জিয়া আদর্শ লিপি পড়ে নাই’ !!!!!

Responsive Ads Here

shajahan+%252Bk.1
বাল্যকালে খালেদা জিয়া আদর্শলিপি পড়ে নাই বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহণ মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ‘বাল্যকালে আমরা আদর্শলিপি পড়েছিলাম। এতে বলা ছিল অ-তে অসৎ সঙ্গ ত্যাগ করো। কিন্তু খালেদা জিয়া এ আদর্শ লিপি পড়ে নাই। এজন্য তিনি অসৎ সঙ্গ ত্যাগ করেন নাই।’

বৃহঃস্পতিবার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আজ খালেদা জিয়াকে বলতে চাই, তিনি অসৎ সঙ্গ ত্যাগ করুক; জামায়াতকে তালাক দিক। বাংলাদেশের রাজনীতি আরও পরিচ্ছন্ন হবে, আরও অনেক ভালো হবে।’

তিনি খালেদার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘খালেদা জিয়া একদিন দম্ভ করে বলেছিলেন তিনি বিজয় অর্জন করে বাড়িতে ফিরবেন। কিন্তু আমাদের আন্দোলনের মুখে হার মেনেছেন এবং পরাজিত সৈনিকের মত তিনি বাড়ি ফিরে গেছেন। আমরা সব ধরনের নাশকতার বিরুদ্ধে লড়াই করতে চাই মাননীয় স্পিকার। খালেদা জিয়া জীবনে অনেক ভুল করেছেন; জীবনের শুরু থেকে ভুল করেছেন, এখন রাজনৈতিক জীবনে করছেন। এখন তিনি বাড়িতে বসে বসে গান গাইছেন- ভুল সবই ভুল, এ জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল। সে ভুলের খেসারত আজকে তাকে দিতে হবে মাননীয় স্পিকার।’

সহস্র খুনের জন্ম দেয়া বিএনপি জামায়াত যদি গণতন্ত্রের কথা বলে সেটা কিসের গণতন্ত্র?- প্রশ্ন তোলেন শাহজাহান খান। তিনি বলেন, ‘বিএনপির এক নেতা ড. মঈন খান একজন বিজ্ঞ রাজনীতিবিদ। তিনি গণতন্ত্র বকেয়া রেখে উন্নয়ন সম্ভব নয় বলে মন্ত্রব্য করেছেন। মাননীয় স্পিকার গণতন্ত্র যদি নাই থাকে তবে তারা কথা বলছেন কিভাবে? দেশে গণতন্ত্র আছে বলেই দেশে আজ উন্নয়ন হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমরা অভিনব এক আন্দোলন করেছিলাম। সেদিন সব যানবাহন, সড়ক, নৌ সব ধরনের পরিবহন বন্ধ করে ১ মিনিটের জন্য হর্ণ বাজিয়ে তারা একসঙ্গে বিএনপি-জামায়াতের কর্মসূচির জবাব দিয়েছিলেন। সব পরিবহন শ্রমিকরা সেই আন্দোলন করেছিলেন।’

শাহজাহান খান আরো বলেন, ‘১৬ ফেব্রুয়ারিতে গুলশানের অফিস ঘেরাও কর্মসূচি দেয়া হয়েছিল। যা ব্যহত করা হয়েছিল হাজার হাজার মানুষের মধ্যে বোমাবাজি করে। সেদিন সাভারের অনেক মানুষ আহত হয়েছিলেন। ১৭ তারিখের প্রতিবাদ করেছিলাম। ১৯ তারিখে আমরা জাতীয় পতাকা মিছিল করেছিলাম সেখানেও তারা বোমাবাজি করেছিলেন। আন্দোলন করছিলাম বলে, আমাকে ভয়ভীতি দেখিয়ে অজ্ঞাত টেলিফোন থেকে ফোন করে হত্যার হুমকি দেয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেদিন সব ভয়ভীতি দূরে ঠেলে আমরা তাদের প্রতিহত করতে চেয়েছিলাম।’

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad