১৪ খাতে মূসক অব্যাহতি !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 4, 2015

১৪ খাতে মূসক অব্যাহতি !!!!!


২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৪টি পণ্য ও সেবাখাতে মূসক (মূল্য সংযোজন কর বা ভ্যাট) অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৪টি খাতে মূসক অব্যাহতির প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ রক্ষা ও এ খাতে উন্নয়ন অব্যাহত রাখতে ‘পশু খাদ্যের পুষ্টি প্রিমিক্স’র উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূসক অব্যাহতি দেওয়ার প্রস্তাব করছি।

তিনি বলেন, কৃষিপণ্যের সংরক্ষণ ও সরবরাহে হিমাগার সেবার বিদ্যুৎ বিলের ওপরসহ হেপাটাইসিসি-সি রোগের ওষুধ উৎপাদন ও বিক্রিতে মূসক অব্যাহতি প্রস্তাব করছি।

‘এছাড়া স্ক্র্যাপ পণ্য, ফটো নির্মাণ শিল্প, আয়রন অক্সাইড, পাটজাত পণ্যের স্থানীয় বিক্রয়, নমুনা ওষুধ রফতানিতেও মূসক অব্যাহতি করা হয়েছে’- বলে জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরও বলেন, এছাড়া সরকারি-বেসরকারি এতিমখানায় বরাদ্দ করা ক্যাপিটেশন গ্রান্ড মূসক অব্যাহতি, আমদানি বিকল্প দেশিয় গ্লাস-টিউব ও বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব উৎপাদনে মূসক অব্যাহতি ২০১৭ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

সেই সঙ্গে হাইটেক পার্ক ডেভলপারদের বিদ্যুৎ বিল ও বিনিয়োগকারীদের যোগানদার সেবার ক্ষেত্রে মূসক অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রী জানান, প্লাস্টিক বর্জ্য রি-স্লাইকিং, সোলার প্যানেল নির্মাণ প্রতিষ্ঠানের নিকট ৬০ অ্যাম্পিয়ার পর্যন্ত ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সরবরাহের ক্ষেত্রে মূসক অব্যাহতি।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।   

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here