তৌসিফের গানে মডেল স্ত্রী নিপা !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, June 25, 2015

তৌসিফের গানে মডেল স্ত্রী নিপা !!!!!

Responsive Ads Here

Tausif_Nipa1
এই ঈদে শ্রোতাদের সামনে চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ আহমেদ। আয়োজন শিরোনামের একক এ অ্যালবামের মাধ্যমে তিনি একাধিক চমক দেবেন বলে জানা গেছে।

অ্যালবামটি সাজানো হয়েছে পাঁচটি অডিও গানের পাশাপাশি পাঁচটি ভিডিও গানও দিয়ে। মডেল হিসেবে দেখা যাবে তৌসিফ পত্নী নিপাকে। প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ব্যানারে ঈদুল ফিতরে বাজারে আসবে এ অ্যালবামটি।

তৌসিফের কণ্ঠে জনপ্রিয় হওয়া ‘বৃষ্টি ঝরে যায়’ ও ‘দূরে কোথাও’ গান দুটির সিক্যুয়াল থাকবে এ অ্যালবামে। এ গান দুটির মিউজিক ভিডিওতে তার সঙ্গে মডেল হিসেবে জুটিবদ্ধ হয়েছন তার স্ত্রী নিপা। এই প্রথম কোনো গানের মডেল হিসেবে দেখা যাবে তৌসিফ পত্নী আফরিন নিপাকে।

অ্যালবাম প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘বেশ নতুনত্ব নিয়েই এবারের অ্যালবামটি প্রকাশ করছি। আর আয়োজনাটাও ব্যতিক্রম তাই অ্যালবামের নাম রেখেছি ‘আয়োজন’। শ্রোতারা আমার কাছ থেকে যে ধরণের গান প্রত্যাশা করেন সে ধরণের গান দিয়েই অ্যালবামটি সাজানোর চেষ্টা করেছি। আশাকরি শ্রোতাদেরও ভালো লাগবে।’

অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজন করেছেন তৌসিফ নিজেই। গানগুলোর কথা লিখেছেন- শেখ সুমন এমদাদ, ওমর ফারুক প্রমুখ।

 সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।   

No comments:

Post a Comment

Post Top Ad