নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন শফিউল হক !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 25, 2015

নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন শফিউল হক !!!!!


সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল আবু বেলাল মো. শফিউল হক।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাসদরে শফিউল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ২৫ জুন থেকে তিন বছরের জন্য আবু বেলাল মো. শফিউল হককে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আবু বেলাল মো. শফিউল হক প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হলেন। সেনাপ্রধানের পদ গ্রহণের আগেই আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল পদে উন্নীত করা হয়। তিনি ১০ জুন পদোন্নতি পান।

এর আগে সকালে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া নতুন সেনাপ্রধানের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। সে সময় সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়।

নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে আবু বেলাল মো. শফিউল হক সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কমান্ডেন্ট ছিলেন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।   

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here