বয়স মাত্র ১৯। কিন্তু এখনই দর্শকদের মন জয় করে ফেলেছেন ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। আর সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওর দুঁদে নজর এখন তার দিকে।
বিখ্যাত এ প্রযোজনা প্রতিষ্ঠানদ্বয়ের মঙ্গলবারের ঘোষণা, তিনি তাদের পরবর্তী স্পাইডার তারকা। পরের কিস্তির স্পাইডারম্যান হচ্ছেন টম হল্যান্ডই। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের জুলাই মাসে।
তবে আগামী বছরের মাঝামাঝি ‘ক্যাপ্টেন আমেরিকা-সিভিল ওয়ার’ ছবিতে হল্যান্ডকে স্পাইডারম্যান হিসেবে পাওয়া যাবে বলে আশার কথা শুনিয়েছেন নির্মাতারা।
নতুন স্পাইডারম্যান নির্বাচনে বিশ্বের অনেক নামী শিল্পীর অডিশন নেওয়ার পর হল্যান্ডকে চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন সনি পিকচারস-এর চেয়ারম্যান টম রথম্যান।
২০১২ সালে ‘দ্য ইম্পসিবল’ ছবিতেই বাজিমাত করেছিলেন ক্ষুদে তারকা টম হল্যান্ড। এরপর ব্রিটেনে টিভি সিরিজ ‘উলফ হল’ এ অভিনয় করে খ্যাতি পান তিনি।
এদিকে নতুন স্পাইডারম্যান হিসেবে টম হল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্তে অনেক দর্শকই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে হতাশা ব্যক্ত করেছে। কারণ এবারের স্পাইডারম্যানের ভূমিকায় একজন নিগ্রোকে দেখার ইচ্ছে ছিল তাদের।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment