মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর কপি ডিভিডি এবং ইউএসবি ফ্লাশ ড্রাইভেও পাওয়া যাবে। ফলে ডিভিডি এবং ইউএসবি ফ্লাশ ড্রাইভ দিয়েও উইন্ডোজ ১০ ইনস্টল দেয়া যাবে। সম্প্রতি মাইক্রোসফট এই তথ্য নিশ্চিত করেছে।
ইউএসবি ফ্লাশ ড্রাইভে উইন্ডোজ ১০ পাওয়া গেলে লাভবান হবেন নোটবুক ব্যবহারকারীরা। কেননা, নোটবুকে ব্যবহারকারীরা ইউএসবি ড্রাইভে উইন্ডোজ ১০ ইনস্টল দিতে পারবেন। অন্যদিকে পাতলা আল্টাবুকেও নোটবুকের মত ডিভিডি ড্রাইভার নেই। এসব ডিভাইসের কথা চিন্তা করে মাইক্রোসফট ইউএসবি ফ্লাশ ড্রাইভেও উইন্ডোজ ১০ সরবরাহ করবে।
মাইক্রোসফট ঘোষণা দিয়েছে ২৯ জুলাই আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হবে উইন্ডোজ ১০। উইন্ডোজের আগের ভার্সন উইন্ডোজ ৭, ৮ এবং ৮.১ বিনামূল্যে প্রথম বছরের জন্য ১০ আপগ্রেড করে নেয়া যাবে। তবে এ সুবিধা পাইরেট কপিতে মিলবে না। পাইরেট কপিতে উইন্ডোজ ১০ আপগ্রেড করিয়ে নিলেও তা পাইরেটই রয়ে যাবে। পাইরেট কপিতে ১০ এর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে না।
শুরুতে উইন্ডোজ ১০ এর দুটি ভার্সন পাওয়া যাবে। একটি হলো উইন্ডোজ ১০ হোম এবং উইন্ডাজ ১০ প্রো। হোম ভার্সনের জেনুইন কপির দাম ১১৯ ডলার এবং প্রো ভার্সনের দাম ১৯৯ ডলার।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment