প্রকাশিত হলো ক্লোজ আপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার দ্বিতীয় একক অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’। ১৪ জুলাই দুপুরে রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।
ঈদুল ফিতর উপলক্ষে লিজা তার দ্বিতীয় একক অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’ প্রকাশ করেন। অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘গান অসুরদের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী হতে প্রেরণা দেয়। গান মানুষকে ভালোবাসতে শেখায়। গানের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা দানব।’
লিজার গান প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘লিজার গায়কী সুন্দর এবং তার গানগুলো শ্রোতাদের কাছে ভালো লাগার মতো। দেশীয় সংস্কৃতি লালনে লিজা ভূমিকা রাখবে বলে আশা করি।’
‘পাগলী সুরাইয়া’ অ্যালবামটিতে মোট ১১টি গান রয়েছে। এর মধ্যে দুটি ডুয়েট গানে লিজা’র সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর ও আরফিন রুমি। গানগুলোর কথা লিখেছেন জাহিদ আকবর, জীবন, শফিক তুহিন, মেহফুজ, দীপ ও তুষার। এছাড়া অ্যালবামটির সুর ও সংগীত আয়োজন করেছেন নকীব খান, আরফিন রুমি, জুয়েল মোর্শেদ, মুশফিক লিটু , ফুয়াদ নাসের বাবু, জে.কে, অমিত ও বেলাল খান।
অ্যালবামটি প্রসঙ্গে লিজা বলেন, ‘নানা ব্যস্ততা সামলে শেষ পর্যন্ত নিজের মনের মতো করে একটি অ্যালবাম করতে পেরেছি। এটাই আমার কাছে আনন্দের ব্যাপার। অনেক সময় নিয়ে বেছে বেছে গানগুলো করেছি তাই, আশা করছি গানগুলো শ্রোতাদের মনে সামান্য হলেও দোলা দিবে।’
উল্লেখ্য, মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ছাড়াও উপস্থিত ছিলেন গোলাম কুদ্দুস, আশরাফুল আলম খোকন, সংগীত শিল্পী কনা, এলিটা, জুয়েল মোর্শেদ, রাজীব, পূজা, লোপা ও কোনালসহ সংস্কৃতি অঙ্গনের আরো অনেকে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment