আনন্দ মেলার উপস্থাপকেরা আবার বিটিভিতে !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, July 14, 2015

আনন্দ মেলার উপস্থাপকেরা আবার বিটিভিতে !!!!!

Responsive Ads Here

ananda-mela.1
১৯৮৪, ১৯৮৬ এবং ১৯৯১ সালে মোট তিনবার বিটিভির ঈদ আনন্দ মেলার উপস্থাপনা করেছেন আবেদ খান ও ড. সানজিদা আখতার। দীর্ঘদিন পর আবারও বিটিভিতে এবারের আনন্দ মেলা উপস্থাপনা করছেন আবেদ খান। এবারের আনন্দ মেলার বিশেষ আকর্ষণ বেশ কয়েকজন সাবেক উপস্থাপক।

এদের মধ্যে আছেন- বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, বর্তমান ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, জাদুশিল্পী জুয়েল আইচ এবং ড. সানজিদা আখতার।

এবারের উপস্থাপকের সঙ্গে কথোপকথনের পাশাপাশি জাদুশিল্পী জুয়েল আইচ দেখিয়েছেন মনকাড়া একটি জাদু, মেয়র আনিসুল হক জানিয়েছেন রাজনৈতিক জীবন ও উপস্থাপনা বিষয়ক নানা অভিজ্ঞতার কথা এবং অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও ড. সানজিদা আখতার অংশ নিয়েছেন একটি ব্যতিক্রমধর্মী কথোপকথন পর্বে।

এ প্রসঙ্গে আবেদ খান বলেন, ‘আনন্দ মেলার উপস্থাক হিসেবে তারা যেমনি সফল তেমনি পেশাগতক জীবনেও এক একজন উজ্জ্বল নক্ষত্র। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে শত ব্যস্ততার মাঝেও দর্শকদের সামনে হাজির হয়েছেন তারা।’

এবারের ঈদ আনন্দ মেলা পরিচালনা ও প্রযোজনা করছেন মাহফুজা আক্তার। সমন্বয় করছেন এম এস রানা। প্রচারিত হবে ঈদের রাতে বিটিভিতে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad