নতুন ফোন আনলো স্যামসাং !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, August 5, 2015

নতুন ফোন আনলো স্যামসাং !!!!!

Responsive Ads Here

smini.1
স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোনের সিরিজে যোগ হলো নতুন একটি ফোন। এটার মডেল স্যামসাং আই৯১৯৫আই গ্যালাক্সি এস৪ মিনি প্লাস। মধ্যম ঘরানার এই স্মার্টফোনটির অ্যানড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত। শুরুতে এই ফোনটি ইউরোপের বাজারে ছাড়া হবে।

আই৯১৯৫আই গ্যালাক্সি এস৪ মিনি প্লাসে আছে ৪.৩ ইঞ্চির সুপার অ্যামোলিড কিউএইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৫৪০x৯৬০পিক্সেল।

ফোনটিতে আছে ১.২ গিগাহার্টজের কোর কর্টেক্স এ৫৩সিপিইউ, ১.৫ জিবি র‌্যাম এবং ৮ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
স্যামসাংয়ের নতুন এই ফোনটির রিয়ার ক্যামেরায় আছে ৮ মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরায় আছে ১.৯ মেগাপিক্সেল। সঙ্গে আছে এলইডি ফ্লাশ গান।

স্মার্টফোনটির ব্যাটারি ১৯০০ মিলিঅ্যাম্পায়ারের। এটিতে থ্রিজি, জিপিআরএস/এজ, মাইক্রোইউএসবি এবং জিপিএস কানেকটিভিটি রয়েছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad