সরকারি কলেজগুলোকে সরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং বেসরকারিগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকাল ১০টায় গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত নাশকতাসহ আত্মঘাতী কর্মকাণ্ড না চালালে এইচএসসিতে পাশের হার আরও বেশি হত। পরীক্ষার সময় হরতাল-অবরোধ না দেওয়ার জন্য শিক্ষমন্ত্রী অনুরোধ করার পরেও হরতাল অবরোধ প্রত্যাহার করা হয়নি।
তিনি আরও বলেন, সরকারি কলেজগুলোকে সরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং বেসরকারিগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখা হবে।
এর আগে, সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment