এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে ছাত্রীরা এগিয়ে। তবে জিপিএ-৫ এর দিক দিয়ে ছাত্ররা এগিয়ে। মোট ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে এবার উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ২৩ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৬৯ দশমিক ০৪ শতাংশ।
অন্যদিকে এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৪২ হাজার ৮৯৪ জন। এর মধ্যে ছাত্র ২৩ হাজার ২৯৩ জন, আর ছাত্রী ১৯ হাজার ৬০১ জন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাসের হারের দিক দিয়ে ছাত্রীদের এগিয়ে যাওয়ার বিষয়টিকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন।
আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রী এক সংবাদ সম্মেলন করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষামন্ত্রী পরীক্ষায় ফল খারাপ হওয়ার পেছনে পরীক্ষাকালে ‘রাজনৈতিক অস্থিরতা’কে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন। তবে এটা একমাত্র কারণ না হলেও বড় কারণ বলে মনে করেন তিনি।
এ ছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধে এবার প্রশ্নপত্র প্রণয়নে এবং সৃজনশীল প্রশ্নপত্রে নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। এতেও কিছুটা প্রভাব পড়তে পারে বলে উল্লেখ করেন নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রী আরও বলেন, ‘এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। বিশ্লেষণ করব। তারপর প্রকৃত কারণ বলা যাবে।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment