‘বোকা খোকা’ মোশাররফ করিম !!!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, September 10, 2015

‘বোকা খোকা’ মোশাররফ করিম !!!!!!

Responsive Ads Here

boka+khoka
চা, পান, ঝাল এমন কি ঘুষের প্রতি মোশাররফ করিমের দূর্বলতার কথা সবারই জানা।  কিন্তু আসছে ঈদে শামীম জামানের পরিচালনায় ‘বোকা খোকা’ নাটকে তার রসগোল্লা প্রীতির কথা জানা যাবে। 
নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের সহজ সরল ছেলে খোকা, যে কারণে সবাই তাকে ‘বোকা খোকা’ বলেই ডাকে। সে রসগোল্লা খেতে খুব পছন্দ করে। রসগোল্লা খাওয়ার কথা বলে যে কোন কাজ করানো যায় খোকাকে দিয়ে।

অন্যদিকে ফটিক নামে এক ছেলে যার মাথায় সব সময় দুষ্টবুদ্ধি কাজ করে। সে খোকাকে রসগোল্লা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একই গ্রামের সুন্দরী মেয়ে জবার কাছে একটা ঠিঠি দিতে বলে। কিন্তু সেই চিঠি দিতে গিয়ে বোকা খোকা নানা ভাবে শায়েস্তা হয়। এদিকে জবা যে বোকা খোকাকে পছন্দ করে সেটা বোকা খোকা বুঝতে পারে না। ফটিক জবাকে বিয়ে করার জন্য নানা পায়তারা শুরু করে, এক সময় ফটিক জবার ভাইকে নানা রকম লোভ দেখাতে শুরু করে। সেই লোভে জবার ভাই ফটিককে বিয়ে করতে নানান ভাবে অত্যাচার শুরু করে। জবার ভাই আর ফটিকের নির্মমতায় এক সময়  জবা আর বোকা খোকা গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

‘বোকা খোকা’ নাটকে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করছেন শামীম জামান, প্রভা, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরো অনেকে। ঈদের পঞ্চম দিন রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।    

No comments:

Post a Comment

Post Top Ad