মক্কা ট্র্যাজেডিতে সুস্থ আছেন তাহসান !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Sunday, September 13, 2015

মক্কা ট্র্যাজেডিতে সুস্থ আছেন তাহসান !!!!!

Responsive Ads Here

tahsan.1
সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদ আল হারামের (গ্র্যান্ড মসজিদ) বর্ধিতাংশের নির্মাণ কাজের সময় ছাদ থেকে ক্রেন ভেঙে পড়ে অন্তত ১০৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ শতাধিক। আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশিও রয়েছেন।

এদিকে হজ পালন করতে সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান বর্তমানে অবস্থান করছেন সৌদি আরবে। মক্কা ট্রাজেডির পর তাহসান ভক্তদের মনে তাই আশঙ্কা জাগতেই পারে। তাদের জন্য সুখবর হল ভালো আছেন তাহসান। ট্রাজেডির সময় তিনি মদিনায় অবস্থান করছিলেন।

মক্কা ট্রাজেডির পরপরই তাহসানের সঙ্গে যোগাযোগ করেন কণ্ঠশিল্পী ও সঙ্গীতপরিচালক জুয়েল মরশেদ। তিনি বলেন, 'তাহসান ভালো আছেন। আমার সঙ্গে তার কথা হয়েছে। ট্রাজেডির পরপরই আমি তার সঙ্গে যোগাযোগ করি। ট্রাজেডির সময় তিনি মদিনা অবস্থান করছিলেন।'

হজ পালন শেষে আগামী মাসের প্রথম দিকে দেশে ফিরবেন তাহসান।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।     

No comments:

Post a Comment

Post Top Ad