এবিসি রেডিও'র সাবেক আরজে প্রত্যয়ের লাশ উদ্ধার !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, October 2, 2015

এবিসি রেডিও'র সাবেক আরজে প্রত্যয়ের লাশ উদ্ধার !!!!!

Responsive Ads Here
prottoy+300x336

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকা থেকে শুক্রবার সকালে এবিসি রেডিওর রেডিও জকি সামিউল কবির প্রত্যয়ের মরদেহ উদ্ধার করেছে রূপনগর থানা পুলিশ। প্রত্যয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতনীর ছেলে।

শুক্রবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রূপনগর থানার শিয়ালবাড়ি এলাকার নিজস্ব বাড়ি থেকে প্রত্যয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

রূপনগর থানার ডিউটি অফিসার এসআই শিরিন সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে  জানান,
রূপনগর আবাসিক এলাকার রোড ২/১ এর ৩/১ নং বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঐ বাসায় মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন প্রত্যয়। তবে, ঈদের ছুটির সময় একাই বাসায় ছিলেন তিনি। উদ্ধারের সময় লাশটি ফোলা ও নাকে-মুখে শুকানো রক্তের দাগ ছিল। তবে নিহতের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দু-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, এটা হত্যা নাকি আত্মহত্যা তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। - See more at: http://wwwww.jugantor.com/current-news/2015/10/02/331735#sthash.Y2gev3Dl.dpuf
রূপনগর থানার ডিউটি অফিসার এসআই শিরিন জানান, এটা হত্যা নাকি আত্মহত্যা তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

নিহতের মায়ের বরাত দিয়ে ওসি বলেন, “দশ বছর আগে প্রত্যয়ের বাবাও একইভাবে ‘স্ট্রোক’ করে মারা যান। প্রত্যয়েরও স্ট্রোক হয়েছিল বলে তার মা ও ভাই মনে করছেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

রেডিওটুডের আরজে জান্নাত নীলা বলেন, প্রত্যয় আমার সাবেক সহকর্মী। আমরা এক সঙ্গে এবিসি রেডিওতে কাজ করতাম। আমি বর্তমানে রেডিওটুডেতে কাজ করছি। গত ৩০ সেপ্টেম্বর প্রত্যয় এবিসি রেডিও থেকে চাকরি ছেড়ে দেন। প্রত্যয় ‘অন দ্যা রান’ ও ‘কুয়াশা’ নামে দুটি অনুষ্ঠান করতেন।

প্রত্যয়ের ছোট ভাই সাফিউল কবির অরিত্র বলেন, ভাই আমাদের নিজের বাড়ির তৃতীয় তলায় থাকতেন। সকালে বাসার কাজের মেয়ে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে আমাকে ফোন করে। আমি ওই এলাকায় আমার শ্বশুর বাড়িতে ছিলাম। পরে বাসায় গিয়ে তার শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি ভাইয়ের মরদেহ পড়ে আছে এবং তার নাক-ম‍ুখ দিয়ে রক্ত ঝড়ছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

অরিত্র বলেন, এ বিষয়ে আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। স্বাভাবিক মৃত্যু বলে তিনি দাবি করেন। 




সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।   

এটা হত্যা নাকি আত্মহত্যা তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। - See more at: http://wwwww.jugantor.com/current-news/2015/10/02/331735#sthash.Y2gev3Dl.dpuf
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রূপনগর থানার শিয়ালবাড়ি এলাকার নিজস্ব বাড়ি থেকে প্রত্যয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। - See more at: http://wwwww.jugantor.com/current-news/2015/10/02/331735#sthash.Y2gev3Dl.dpuf
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রূপনগর থানার শিয়ালবাড়ি এলাকার নিজস্ব বাড়ি থেকে প্রত্যয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। - See more at: http://wwwww.jugantor.com/current-news/2015/10/02/331735#sthash.Y2gev3Dl.dpu
 


শুক্রবার বেলা সাড়ে ১১টায় রূপনগর থানার শিয়ালবাড়ি এলাকার নিজস্ব বাড়ি থেকে প্রত্যয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। - See more at: http://wwwww.jugantor.com/current-news/2015/10/02/331735#sthash.Y2gev3Dl.dpuf

No comments:

Post a Comment

Post Top Ad