মুমিনুলের প্রথম ডাবল সেঞ্চুরি !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 2, 2015

মুমিনুলের প্রথম ডাবল সেঞ্চুরি !!!!!


এবারের ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে রাজশাহীর বিপক্ষে একটি ৯০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। পরের তিন রাউন্ডে আর খুঁজে পাওয়া যায়নি মুমিনুল হককে।

অবশেষে শেষ রাউন্ডে এসে আরেকবার হাসি ফুটল মুমিনুলের ব্যাটে। দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি করে সেটাকে আবার ডাবলে রূপান্তর করেছেন চট্টগ্রামের এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্ট কিংবা প্রথম শ্রেণির ক্রিকেট- ক্যারিয়ারে এটাই মুমিনুলের প্রথম ডাবল সেঞ্চুরি।



বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরের কারণে জাতীয় লিগের প্রথম রাউন্ডে খেলতে পারেননি মুমিনুল। ভারত সফরে ব্যাট হাতে রান-খরা কাটানো মুমিনুল জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে খেলতে নেমেই রাজশাহীর বিপক্ষে ৯০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৯০ রান করলেও দ্বিতীয় ইনিংসে অবশ্য ১৬ রানের বেশি করতে পারেননি।

পরের তিন রাউন্ডে আর বড় ইনিংস খেলতে পারেননি মুমিনুল। তিন ম্যাচের চার ইনিংসে তার রান ছিল যথাক্রমে ১৬, ৮, ৩৬ ও ১। অর্থাৎ চার ইনিংস মিলে মাত্র ৬১ রান। আর সেখানে শেষ রাউন্ডে এসে হাঁকালেন ডাবল সেঞ্চুরি, খেললেন ক্যারিয়ার সেরা ২৩৯ রানের মহাকাব্যিক এক ইনিংস।

বগুড়ায় বরিশালের বিপক্ষে দ্বিতীয় স্তরের এই ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। সোমবার তৃতীয় দিনে লাঞ্চের ৩০ মিনিট আগেই প্রথম শ্রেণির ক্রিকেটে নবম সেঞ্চুরি তুলে নেন জাতীয় দলের এই ব্যাটসম্যান।

ব্যক্তিগত ৮৭ রান থেকে বরিশালের স্পিনার গোলাম কবিরের বলে চার মেরে ৯০-এর ঘরে পৌঁছান মুমিনুল। এরপর দুটি সিঙ্গেল নেওয়ার পর সোহাগ গাজীর বলে চার মেরে পৌঁছে যান ৯৭-এ। এক ওভার বাদে সোহাগের বলেই ১ রান নিয়ে ৯৮-এ পৌঁছার পর সালমান হোসেনের বলে ২ রান নিয়ে ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার।


ব্যক্তিগত ১২৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিলেন মুমিনুল। লাঞ্চের পর দ্বিতীয় সেশনে ব্যক্তিগত খাতায় আরো ৬৭ রান যোগ করে ১৯৩ রান নিয়ে চা বিরতিতে যান তিনি। আর চা বিরতির পরই ডাবল সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি। ব্যক্তিগত ১৯৭ রান থেকে ফজলে মাহমুদের বলে চার মেরে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন।

দিনের খেলা শেষ হওয়ার দুই ওভার আগে আউট হন ২৩৯ রানের দুর্দান্ত ইনিংসটি খেলে। ৪৫১ মিনিট ক্রিজে থেকে ৩২২ বলে ৩৭টি চারের সাহায্যে অসাধারণ এই ইনিংসটি সাজান বাংলাদেশের ‘লিটল মাস্টার’।

আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিপিএলের তৃতীয় আসর। জাতীয় লিগের এই ডাবল সেঞ্চুরি বিপিএলের আগে আত্মবিশ্বাসই জোগাবে মুমিনুলকে। 

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।     
   



 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here