আগামী বছর ২০১৬ সালের জন্য ২২ দিনের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত করেছে মন্ত্রিসভা। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী ছুটি ৮ দিন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের আধিবাসীদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) জন্য দু’দিনের ঐচ্ছিক ছুটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, সাধারণ ছুটি রয়েছে ১৪ দিন। এর মধ্যে চারদিন রয়েছে শুক্র ও শনিবার। এছাড়া নববর্ষসহ নির্বাহী আদেশে আরো আট দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের আধিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য দু’দিনের ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি কর্মকর্তারা ধর্মীয় অনুষ্ঠানের সময়ে তিনদিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment